নওগাঁয় সার্কাস দেখতে এসে শিশু আহত

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর সাপাহারে সার্কাস দেখতে এসে পুলিশের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে হায়দার (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাপাহার গোহাটি সার্কাস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হায়দার আলী উপজেলার বামনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আইহাই ইউনিয়নের অন্তর্গত বামনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী তার আট বছরের ছেলের সার্কাস দেখার বায়না সহ্য করতে না পেরে তাকে সঙ্গে নিয়ে ভ্যানযোগে সার্কাসের প্যান্ডেলের কাছে রাস্তায় নামে। ওই বাচ্চা ভীড়ের মধ্যে দিয়ে সড়ক পার হতে গিয়ে সাপাহার থানার এসআই নাদিম ও পিছনে আরোহী কনস্টেবল আলমগীরের মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এর ফলে মাথায় আঘাত পায় হয়দার। তাৎক্ষণিক এসআই নাদিম বাচ্চাটিকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপপরিদর্শক (এসআই) নাদিম বলেন, আমি একটি মামলাতদন্তের জন্য পাতাড়ী যাচ্ছিলাম। হঠাৎ বাচ্চাটি আমার গাড়ির বাম্পারে ধাক্কা লাগে। আর এটি নিছক একটি দুর্ঘটনা। সেক্ষেত্রে বাচ্চাটির সকল প্রকার খরচ আমি বহন করবো।
এ ব্যাপরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, আঘাতের পরিমাণ কম হলেও মাথায় আঘাতের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। এ কারণে রোগিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ অবস্থায় সাপাহারে সার্কাস চলতে থাকলে আরো বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়া সামনে এসএসসি পরিক্ষা থাকায় সাকার্স বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।