শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
জাতীয় ও একুশে পরিষদের পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো, বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা ও ঘৌড় দৌঁড় প্রতিযোগিতার মধ্য দিয়ে নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের এটিম মাঠে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা সাংসদ মো. আবদুল মালেক।
পরে এটিম মাঠ থেকে সজ্জিত বাদক দল ও ঘোড়া নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সাবেক অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর শরীফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এমএম রাসেল প্রমুখ। পরে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে ২৩ জন প্রতিযোগি এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে তাসমুনা হক ও আয়নুল হক প্রথম হন। পরে বিজিয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।