সোমবার, ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়- সোনার দেশ
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াদের খাবার সামগ্রী দিয়ে সহায়তা করে আসছে ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে চালু করা মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র।
সোমবার (৬ এপ্রিল) রাণীনগর হাউজের এই কেন্দ্র থেকে রাণীনগর উপজেলার প্রায় ৫০ জন হিজড়াকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মামুন আলী, মানবিক খাদ্য সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাসেবী আবদুল মালেক প্রমুখ।