নওগাঁয় ৯৯৮ কেজি ভেজাল কীটানশক ধংস

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় ৯৯৮ কেজি ভেজাল কীটনাশক সার ধংস করা হয়েছে । গতকাল বৃস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসক চত্তরের জলাশয়ে এসব ভেজাল কীটনাশক সার আদালতের আদেশে ফেলে নষ্ট করা হয় ।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মহাদেবপুর উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করে এসব কীটনাশক জব্দ করে পুলিশ । জব্দ করা এসব ভেজাল কীটনাশক রাসায়নিক পরিক্ষা শেষে নকল প্রমান হয়। গতকাল এসব কীটনাশক নষ্ট করার আদেশ দেয় নওগাঁ নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আদালত।
মহাদেবপুর থানা সাবইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান এসিআই কোম্পানীর মোড়ক ব্যবহার করে নকল এ সব কীটনাশক বাজারজাত করার চেষ্টা করছিল আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মামলা দেয় পুলিশ । বর্তমানে আলমগীর পলাতক রয়েছে।