রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। বৃহস্পতিবার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নাজমুল হক মন্টু, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক মজনু প্রমূখ। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, বর্ধিত সভায় প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিল। গত ৩০ জানুয়ারি নওগাঁ পৌরসভা নির্বাচনে দেওয়ান ছেকার আহম্মদ শিষাণ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বক্তারা তাদের বক্তব্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এবং প্রার্থী সঠিক বাছাই না করার জন্য পৌরসভার মেয়র পদটি আওয়ামীলীগের হারাতে হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী না হওয়ায় সভাপতি শিষাণকে ধন্যবাদ জানান বক্তারা। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ তার সভাপতির বক্তব্যে বলেন, আমি আগের নির্বাচনে মাত্র আড়াই হাজারের কম ভোটে পরাজিত হয়েছিলাম। তারপরও আমি নওগাঁ পৌরবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকব।