রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নীতপুর সীমান্তে পার হওয়ার সময় নো ম্যান্স ল্যান্ড থেকে দুই গরুর রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
আটককৃতরা হলেন, পোরশা উপজেলার বিঞ্চুপুর গ্রামের আবদুল রাকিব ও একই উপজেলার কালাইবারী গ্রামের আবুল কালাম ।
নওগাঁর ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আলী জানান, আটককৃতদের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে ভারতের চীরনতলা বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হয়। বিএসএফ’র পক্ষ থেকে তাদের আটক করার কথা স্বীকার করা হয়েছে। তবে তাদের গরুসহ আটক করার পর স্থানীয় হবিপুর থানায় সোপর্দ করেছে বলে বিজিবি সূত্র নিশ্চিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে গরু নিয়ে তারা ফেরার পথে বিএসএফ তাদের আটক করে বলে পরিবার থেকে বলা হয়েছে।