নওগাঁ হানাদার মুক্তদিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


দেশ স্বাধীনের দু’দিন পর ১৮ ডিসেম্বর মুক্তির স্বাদ পায় নওগাঁবাসী। দিনটি উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয় হানাদারমুক্ত দিবস।

সোমবার (১৮ ডিসেম্বর) শহরের এটিম মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে এটিম মাঠে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। যা দেখতে ভীড় করে বিভিন্ন বয়সের মানুষ। এসময় ‘একুশে পরিষদ নওগাঁ’ এর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ