সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নওগাঁ-১আসনে প্রার্থীদের পদচারণা ও প্রচারণা ততই বেড়ে যাচ্ছে। নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪জন হলেও মুলত নির্বাচনী প্রচার প্রচারণায় মেতে উঠেছে দু’জন প্রার্থী আর তাদের মধ্যেই এই আসনে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে বলে এই এলাকার সাধারন ভোটাররা মনে করছেন।
দ্বিমুখী নির্বাচনী লড়াইয়ের এই প্রার্থীরা হচ্ছেন সরকারে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার তিনি লড়ছেন দলীয় প্রতীক নৌকা নিয়ে অপর জন হচ্ছে নিয়ামতপুর উপজেলার চন্দন নগর ইউনিয়নের ৫বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আ”লীগের সিনিয়র সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান (তোতা) স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।
বর্তমানে নওগাঁ-১আসনের প্রার্থীদ্বয় কর্মী সমর্থক গণ নাওয়া খাওয়া ছেড়ে এখন বিভিন্ন হাটে বাজারে গ্রামে গঞ্জ শহর বন্দরে ভোট প্রার্থনায় মেতে উঠেছে। মোবাইল নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রার্থনা করছেন। প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারণায় নির্বাচনী ভোটের মাঠ এখন মুখরিত। সকাল হলেই তীব্র শীত কুয়াশাকে উপেক্ষা করে প্রার্থীরা বিভিন্ন গ্রামে গিয়ে পথসভা, জনসভা ও পথ চলতে চলতে ভোটারদের দৃষ্টি আকর্ষন করে ভোট প্রার্থনা করে চলেছেন। বিভিন্ন সভা সমাবেশে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলিকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগনের নিকট নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা বলছেন শেখ হাসিনা তার দলের যে প্রার্থীই নির্বাচিত হোকনা কেন দেশের উন্নয়নে তিনি জীবন দিয়ে দিবেন। সাধন চন্দ্র মজুমদার ৩বার এমপি এবং মন্ত্রী হয়ে এলাকায় কি উন্নয়ন করেছেন তা জনগন বেশ ভালই জানেন সারাদেশের ন্যায় এই আসনেও হাসিনা সরকারের দেয়া উন্নয়নই তিনি করেছেন,ব্যক্তিগতভাবে তিনি অনেক কিছু করতে পারতেন তা তিনি করেন নি বরং দীর্ঘ সময়ে তিনি ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করেছেন।
জনগন আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে ৫ টি বছর আমি জনগনে অতন্ত্র প্রহরী ও গোলাম হয়ে দেশের ও এলাকার উন্নয়নে কাজ করে যাব বলেও স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা তার নির্বাচনী সভা সমাবেশে প্রচার প্রচারণা করে যাচ্ছেন।
এই আসনে সরকার দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদার (নৌকা) স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা (ট্রাক). অপর স্বতন্ত্র প্রার্থী মাজেদ আলী (ঈগল) জাতীয় পার্টি এরশাদ’র গ্রুপের আকবর আলি কালু (লাঙ্গল) প্রতিকে মাঠে লড়ছেন। এলাকায় ৪জন প্রার্থীর কম বেশী পোষ্টার ফেস্টুন প্রচার প্রচারণা দেখা গেলেও এই আসনে নৌকা ও ট্রাকের মধ্যেই হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে এলাকার সাধারণ ভোটারগন জানান।