শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষ্যে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। মনোনয়নপত্র সংগ্রকারীরা হলেন, বর্তমান খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এম.পি আওয়ামী লীগের সম্ভাব্য প্রর্থী হিসেবে মনোনয়নত্র উত্তোলন করেছেন।
নওগাঁ ১ আসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাকিরা হলেন- নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সদস্য খালেকুজ্জামান তোতা, পোরশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল হাসান রানা।