নওগাঁ-২ আসনের নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকারকে বিজয়ী সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার (বাবলু) টানা ৪র্থ বার ও মোট ৫ম বার এমপি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার রাতে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় সামনে নজিপুর বাসস্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মিরা ফুলেল শুভেচ্ছা জানান ও বিজয়ী মালা বরণ করান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা প্রমুখ।

স্থগিত হওয়া উপ-নির্বাচনের ভোট গ্রহণ গত সোমবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করে। এতে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার ১ লক্ষ ১২ হাজার ৬শ ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক কেন্দ্রীয় উপ-কমিটি ও নওগাঁ জেলা আ’লীগের সদস্য ইঞ্জিনিয়ার ড. আখতারুল আলম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) পেয়েছে ৬৯ হাজার ৪শ ৮৩ ভোট, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী অ্যাড. তোফাজ্জল হোসেন (লাঙ্গল প্রতীক) পেয়েছে ৩ হাজার ৭শ ৮ ভোট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) পেয়েছে ১ হাজার ৩শ ৮৬ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। মোট ভোট কেন্দ্র ১২৪ টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১১৮। মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২৭১। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ২১২। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.৭৭%।