শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
জাতীয় সংসদীয় নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে শহীদুজ্জামান সরকারের নৌকার মাঝি হিসেবে পোস্টার নিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে দোয়া ও ভোট কামনা করছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাদেশের ন্যায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। এতে পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকারসহ স্থানীয় আ’লীগের নেতা-কর্মিরা। উল্লেখ্য, গত টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাংসদ। তিনি দশম জাতীয় সংসদের মাননীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আমলে এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতিকে পুনরায় বিজয়ী হয়ে মন্ত্রীত্বের আসন গ্রহণ করবেন বলে এলাকাবাসী মনে-প্রাণে আশাবাদী।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা গেছে, ‘তিনি একজন জনবান্ধব নিরহংকার জনপ্রতিনিধি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে পুনরায় নির্বাচিত করার জন্য আমরা তৃণমূল পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাঁকে নৌকা প্রতিক দেওয়ায় আমরা তাঁর পক্ষেই কাঁধে-কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাব। তিনি মাটি ও মানুষের হৃদয়ের নেতা। তাঁর পুনঃনির্বাচনের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। আগামীতে এমপি নির্বাচিত হয়ে তিনি যেনো মন্ত্রীত্বের আসনে বসতে পারেন-এটাই আমাদের একান্ত প্রত্যাশা।’