শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-২ আসনে স্বতন্ত্র আরো দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত পুনঃতফসিলের পর বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার টুকটুক তালুকদারের নিকট স্বতন্ত্র্য প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফেরৎ পাওয়া স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করলে এই আসনেন নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
পরে ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম পুনঃতফসিল ঘোষণা করে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।
আগামী ২৬ জানুয়ারী থেকে প্রার্থীদের বৈধতা সাপেক্ষে নতুন প্রার্থীরা প্রতীক বরাদ্দ ও প্রচারনা করতে পারবেন ।