নওগাঁ ৩-আসনে তীব্র শীতে চলছে নৌকার প্রার্থীর বিরামহীন প্রচারণা

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁ ৩-(মহাদেবপুর-বদলগাছী) আসনে পুরোদমে বেজে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। প্রচন্ড শীতকে উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন নওগাঁ ৩- (বদলগাছী-মহাদেবপুর) আসনের সরকার দলীয় প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তিনি যেখানেই প্রচারণায় যাচ্ছেন সেখানেই জমে উঠছে উৎসুক জনতার ভীড়। প্রতিটি এলাকার ওলিগলি পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।

নওগাঁ-৩ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে অবস্থিত। নৌকার প্রার্থী সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। সরকারের দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়নের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজসহ পুরো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলো সৌরেন চক্রবর্ত্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেছেন।

ফলে নিজের এলাকার পাশাপাশি পুরো নওগাঁবাসীর কাছে সৌরেন চক্রবর্ত্তীর একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই। নিজের বিদ্যাপীঠ বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অত্যাধুনিক লাইব্রেরী, মক্তিযুদ্ধের সংগ্রহশালা ও দেশ-বিদেশের সহস্রাধিক জ্ঞানী, মনীরিষীসহ বিখ্যাত ব্যক্তিদের বিরল ছবির সংগ্রহ সৌরেন বাবুর সামাজিক কার্মকান্ডকে আরো বেশি সম্প্রসারিত করেছে।

তাই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। নির্বাচনী আচরন বিধি মেনে রাতেও তিনি প্রতিটি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বদলে যাওয়ার বার্তা পৌছে দিয়ে ভোট প্রার্থনা করছেন।

তারই ধারাবাহিকতায় বদলগাছী ও মহাবেপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। প্রচারণাকালে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ জা মো শফি মাহমুদ, বর্তমান সভাপতি আবু খালেদ বুলু, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, সহিদুল ইসলাম, মাহবুবুর রহমান ধলু, মঞ্জুরুল আলম মঞ্জু, মাছুদুর রহমানসহ সকল স্তরের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ চালান।

মঙ্গলবার বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে চাকরী জীবন শেষে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। সমাজ তাকে অনেক দিয়েছে তাই তিনি এমপি নির্বাচিত হয়ে সমাজের মানুষের জন্য আরো কিছু করতে চান।

২০৪১সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনি এই আসনের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ঘুষ, দুর্নীতি, দখলবাজ ও স্বজনপ্রীতি মুক্ত একটি এলাকা গড়তে চান। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে সৌরেনকে উন্নয়নের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা প্রকাশ করেন।