নওয়াজ শরিফের নির্বাচনি সভায় জীবন্ত বাঘ-সিংহ

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক

পাকিস্তানের সাধারণ নির্বাচন উপলক্ষে দেশটির পাঞ্জাব প্রদেশের লাহোরে মঙ্গলবার (২৩ জানুয়ারি) একটি নির্বাচনি সভায় যোগ দেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লাহোরের ওই সভায় তাঁকে স্বাগত জানাতে সমর্থকরা একটি সত্যিকারের সিংহ নিয়ে হাজির হন। তবে বিষয়টি জানার পর নওয়াজ শরিফ সিংহটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে এনএ-১৩০ তম আসন থেকে ভোটে লড়বেন নওয়াজ শরিফ। সেখানে তাঁকে স্বাগত জানাতে সিংহের পাশাপাশি একটি বাঘও খাঁচায় ভরে নিয়ে আসা হয়েছিল। খাঁচার ভেতর বাঘ ও সিংহ দেখতে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
নির্বাচনি প্রতীক হওয়ার কারণে নওয়াজ শরিফের নির্বাচনি র‌্যালিগুলোতে অনেকেই এমন বাঘ-সিংহ আনছেন।

এ বিষয়ে নওয়াজের মেয়ে মরিয়ম আওরেঙ্গজেব বলেন, তাঁর বাবা সমাবেশে সিংহ আনার খবর জানতে পারেন। তখন তাঁর নির্দেশে সিংহটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। তবে ২০২২ সালে ক্ষমতা হারানো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এবারের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেয়া হয়নি।
তথ্যসূত্র: আজকাল