নওয়াজ শরিফ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পর্যায়ের নির্বাচনি প্রেক্ষাপটে এটি অবাক করার মতই ঘটনা।

এনএ-১৫ মানসেহরা আসনের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, নওয়াজ শরিফ এ আসনে পেয়েছেন ৬৩ হাজার ৫৪টি ভোট । অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩টি ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত নওয়াজকে পরাজিত করেন তিনি।

‘অনাকাঙ্ক্ষিত’ এই ফলাফলকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের জন্য বড় বিপর্যয় হিসেবেই বিবেচনা করা হচ্ছে। অবশ্য নওয়াজ লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী রয়েছেন। সেখানেও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ।
তথ্যসূত্র: সামা টিভি, জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ