শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পবায় নওহাটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
উল্লেখ্য, নওহাটা স্পোর্টিং ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে আতা একাদশ এবং রানার্স আপ হয়েছে পারিসা থাই একাদশ।
সমাপনী অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও (সাবেক) মেয়র শেখ মো. মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোর্তুজা, নওহাটা পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদল (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো. শরিফুর রহমান শরিফ, নওহাটা পৌর বিএনপির (সাবেক) সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. এমদাদুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ড. মো. মোজাফফর হোসেন (মুকুল), নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ্যাড. মশিউর রহমান, জজ কোর্টের এপিপি এ্যাড. রাকিবুল ইসলাম।