নওহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

আপডেট: নভেম্বর ২, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নওহাটা পৌরসভার আয়োজনে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নওহাটা পৌরসভা চত্বরে ফগার মেশিনে মশার ওষুধ দিয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

উদ্বোধনশেষে পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সাংবাদিকদের জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার আবাসস্থল ধ্বংস করে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। এছাড়াও ফ্রিজের পাশে জমানো পানি, ডাবের খোসার পানিসহ জমাট পানি সেচে ফেলার তাগিদ দেন তিনি।

তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহে মসজিদে নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সতর্কবার্তা প্রচারের নির্দেশনা প্রদান করা হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সচিব মো. মিজানুর রহমান|