বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সকল গুজব ও গীবতকে পেছনে ফেলে পবার নওহাটা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ শেষ হয়েছে। সোমবার সকাল থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল পর্যন্ত দিনব্যাপী নওহাটা পৌর গোডাউন চত্ত্বরে ৪ হাজার ৬২১ জন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর, হিসাব রক্ষক নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, নূরুল ইসলাম, উচ্চমান সহকারি বিনায়ক চক্রবর্তী।
এবিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) রবিউল ইসলাম বলেন,“শেষ পর্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এই পৌরসভায় জনসংখ্যা বেশী এবং এই চালপ্রাপ্তির গরীব, অসহায় ও দুস্থদের সংখ্যা বেশী থাকায় বিতরণের সময়ে নির্ধারিত ব্যক্তির বাহিরে লোকজন চাল নিতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। পাশাপাশি অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। শেষ পযর্ন্ত সবার আন্তরিকতা ও পারদর্শিতায় বৃহস্পতিবার বিকালে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়”।