নওহাটা পৌরসভার উদ্যোগে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :নওহাটা পৌরসভার উদ্যোগে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওহাটা পৌরসভা কার্যালয় চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবু সালেহ, পৌরসভার কাউন্সিলরদের মধ্যে ছিলেন দিদার হোসেন ভুলু, আজিজুল হক, মাসুম পারভেজ, নাজিম উদ্দিন মোল্লা, মোকলেছুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, ওয়ার্ড আবু সুফিয়ান শেখ হাবিবুর রহমান হাবিব, আফতাব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, হিসাব রক্ষক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক নাসির উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ