রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নওহাটা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নওহাটা পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন এর নেতৃত্বে ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি পবার ইউসেফ স্কুল থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি প্রকৌশলী আব্দুর রউফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর, হিসাব রক্ষক নাসির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।