নওহাটা পৌরসভার উদ্যোগে ১২টি মন্ডপে অনুদানের চেক বিতরণ

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


পবা উপজেলার নওহাটা পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পৌর এলাকার ১২ পূজামন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে নওহাটা পৌরসভা চত্বরে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, নওহাটা পৌরসভার প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন-এর নির্দেশনায় নওহাটা পৌরসভার ১২টি পূজা মন্ডপ কমিটির হাতে পাঁচ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এসময় নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌর সহকারি প্রকৌশলী আব্দুর রউফ, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর, হিসাব রক্ষক নাসির উদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ১২টির পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দসহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ