মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের মেয়ে ইনায়া রহমান লামিয়া ইন্তেকাল করেছেন। বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৫ টায় নিজ বাসভবনে লামিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬ বছর। বুধবার দুপুর ২টায় নওহাটা ডিগ্ৰি কলেজে মাঠ প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে লামিয়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে গত ১২ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর গত ২৪ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত মণিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় নিজ বাসভবনে নিয়ে আশা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।