নিজস্ব প্রতিবেদক :পবায় উৎসবমুখর পরিবেশে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের (সাবেক) অধ্যক্ষ মো. কাউছার আলী।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বন্যা ঘোষ। আরও বক্তব্য রাখেন- সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান মানজাল, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোস্তাক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।#