নগরীতে অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীর দাশপুকুর বাইপাস মোড় এলাকায় রেলওয়ের স্থাপনায় আগুন লেগে দুই লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর দাশপুকুর এলাকার রেলের জায়গার ওপর তৈরি স্থাপনায় আগুন লেগে দোকানপাট, স্থানীয় ক্লাব ও বাড়িঘরের মালপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।