মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর যান চলাচল ও পথচারীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নগরীতে চলাচলরত সকল অটোরিক্সা ও চার্জার রিক্সার বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা হইতে নগর ভবন এর পশ্চিম গেটে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে গঠিত টিম অটো রিক্সা ও চার্জার রিক্সার নবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেছে।
আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। যারা নবায়ন করেন নাই, তাদেরকে দ্রুত নবায়ন করার জন্য বলা হলো। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।