নগরীতে অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দুইটি ম্যাচ ড্র

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলায় ড্র হয়েছে।  ঢাকা মেট্রো ৩০৮ রান করে ইনিংস ঘোষণা করার জবাবে ঢাকা সাউথ ১ম ইনিংসে ৬০.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৯ রান। দলের পক্ষে মাহফুজুর রহমান ৮৪ রান করেন। ঢাকা মেট্রো ২য় ইনিংসে ৩৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান। দলের পক্ষে সাজ্জাদ হোসেন অফরাজিত ৬০, নাজিবুল হোসেন ৩১ ও ইয়াচ মোল¬াহ অপরাজিত ৫২ রান করে। বিপক্ষে মাহফুজুর রহমান ৬৩ রানে ২টি উইকেট নেন। জবাবে ঢাকা সাউথ ১১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৩ রান ফলে ম্যাচটি ড্র হয়। দলের পক্ষে আসাদ আলম ১৪ ও মাহফুজুর রহমান ১৫ রানে অপরাজিত থাকে। বিপক্ষে আসরাফুল সরদার ১টি উইকেট নেন।  রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপে¬ক্স মাঠে দিনের অন্য খেলাটি ড্র হয়েছে। খুলনা ডিভিশনের ১ম ইনিংসে গড়া ১৩৭ রানের জবাবে চিটাগাং ডিভিশন পুরো ওভার খেলে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৬ রান। দলের পক্ষে রফিকুল ইসলাম ৩৬, শাহরিয়ার হাসান ২৮ ও আতিকুল ইসলাম ৯৬ রান করে। বিপক্ষে সয়েব শাহরিয়ার ৫৩ রানে ৩টি, নুরুল হাসান ৩৪ ও সায়েদ ইসলাম ৪৩ রানে ২টি করে উইকেট নেন। জবাবে খুলনা ডিভিশন ২য় ইনিংসে ৩৪ ওভার খেলে ৫ উইকেটে ১০২ রান সংগ্রহ করে। ফলে ম্যাচটি ড্র হয়। দলের পক্ষে মাহবুবুর রহমান অপরাজিত ৫৪ ও মেহেদী হাসান ২২ রান করে। বিপক্ষে এমরান ৩৭ রানে ৪টি উইকেট নেন।