নগরীতে অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেটে চট্টগ্রাম ও খুলনার জয়

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ ২ রানে বরিশাল বিভাগকে হারিয়েছে।
চিটাগাং ডিভিশনের ১ম ইনিংসে গড়া ১৯৫ রানের জবাবে বরিশাল ডিভিশন ১ম ইনিংসসহ ২য় ইনিংসে মোট ১৯৩ রান তোলে ফলে ২ রানে তারা হেরে যায়। দলের পক্ষে সেরাজুল ২৯ ও সজিব বিন আব্দুল¬াহ ২৬ রান করে। বিপক্ষে আসিবুল হক ১২ রানে ৪টি, সাইফুদ্দিন খান ২২ রানে ৪টি ও ইমরান ৪৭ রানে ২টি উইকেট নেন। চিটাগাংয়ের পক্ষে তাহমিদ চৌধুরী ৫৭ ও রফিকুল ইসলাম ৪২ রান  ও বায়জিদ মিয়া ২২ রান করে। বরিশালের পক্ষে হাফিজুর রহমান ৩৩ রানে ২টি ও রিফাতুল ইসলাম ৫২ রানে ৬টি উইকেট  নেন। রাজশাহী মহিলা ক্রীড়া কমপে¬ক্সে দিনের অন্য খেলায় খুলনা ডিভিশন ৭ উইকেটে ঢাকা সাউথকে হারায়। ঢাকা সাউথের ২য় ইনিংশে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে গড়া ১৬৫ রানের জবাবে খুলনা ডিভিশন ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১০০ রান তোলে। ফলে তারা ৭ উইকেটে হেরে যায়। বরিশালের পক্ষে সেঞ্চুরি করে মাহফুজুর রহমান (১০০) রান, খুলনার পক্ষে সোয়েব শাহরিয়ার ৪৩ রানে ২টি, ও সায়েদ ইসলাম ৪২ রানে ৫টি উইকেট নেন। এদিকে খুলনার পক্ষে সাহাজাহান সরদার ২২, হাসিবুল ইসলাম ২৭ ও ইমতিয়াজ হোসেন অপরাজিত ২৯ রান করে। ঢাকার পক্ষে  তন্ময় ও জাবির আহমেদ ১টি করে উইকেট নেন।