নগরীতে অনূর্ধ্ব ১৬ বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


যুব ও ক্রীড়া মন্ত্রনালযের বার্ষিক কর্মসুচির অংশ হিসেবে রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে জেলা সুইমিংপুলে অনুর্ধ-১৬ বালক বালিকা শনিবার (২১ সেপ্টেম্বর) ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে।



দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় ৭২জন বালক বালিকা অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল সাঁতারুদের মাঝে পুরস্কার ও টি শার্ট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজেষ্ট্রিট (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। এর আগে তিনি বলেন নিয়মিত সাঁতার প্রশিক্ষনে অংশগ্রহণ করলে শরীরের প্রতিটি অঙ্গের ব্যায়ম হয় ও শরীর মন সুস্থ থাকে তাই সকলকে নিয়মিত প্রশিক্ষন নেয়ার পরামর্শ দেন তিনি।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নযন অধিদপ্তরের উপ-পরিচালক এটিমএম গোলাম মাহবুব। এ সময় জেলা সাঁতার সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব সিরাজুল ইমলাস সিরাজ। সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপন ও মোঃ আলম হোসেন মিয়া।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ