সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা মেট্রো টসে হেরে ব্যাট করতে নেমে ৭৫.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১ম ইনিংসে ১৬১ রান তোলে। দলের সাখাওয়াত হোসেন ৪৫, নাকিব রেজওয়ান ৩৫ ও রবিউল হক ২১ রান করেন। বিকেএসপি দলের নওসাদ ইকবাল ৫৯ রানে ৩টি, হাসান মুরাদ ৪০ রানে ৫টি উইকেট নেন। জবাবে বিকেএসপি দল ব্যাট করতে নেমে ১ম ইনিংসে ২৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে দিন শেষে ৭৩ রান তোলে। দলের রাতুল অপরাজিত ৩৪ রান করে। ঢাকার রবিউল হক ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।