শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিকেএসপি দল আগের দিনের ৭৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ১ম ইনিংসে শামীম হোসেনের সেঞ্চুরিতে ২৫৫ রান সংগ্রহ করে সবকয়টি উইকেট হারিয়ে। দলের পক্ষে রাতুল খান ৫২, শামীম হোসেন ১০০ ও আকবর আলী ৪৩ রান করেন। ঢাকা ২য় ইনিংসে খেলতে নেমে ৭ ওভার খেলে ১ উইকেটে দিন শেষে সংগ্রহ করে ১৩ রান। বিকেএসপির মাইনুল ইসলাম ৬ রানে ১টি উইকেট নেন। ঢাকার ১ম ইনিংসে সংগ্রহ ছিল ১৬১ রান।