রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে। তারা ৪ উইকেটে ঢাকা মেট্রোকে হারায়। ঢাকা মেট্রো আগের দিনের গড়া ১৯ রান নিয়ে খেলতে নেমে সংগ্রহ করে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান। দলের নাকিব রেজোয়ান ২৫, ইমরান হাবিব ২৩ ও রাকিবুল হাসান ২১ রান করে। বিকেএসপির জুবায়ের হোসেন ২৪ রানে ৩টি, নওসাদ ইকবা ল ৬২ রানে ৩টি ও ফজলে রাব্বি ১৯ রানে ২টি উইকেট নেন। বিকেএসপি ৬৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২৪.৩ ওভার খেলে ৬ উইকেটে ৬৯ রান তুলে নেয় ফলে তারা ৪ উইকেটে জয়লাভ করে।