নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্য অভিযোগে গ্রেপ্তার ২৪

আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


নগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে। খবর বিজ্ঞপ্তির

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা আবুল কালাম (৬৩) নগরীর মতিহার থানার ভালুকপুকুর এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে। বর্তমানে সে বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version