নগরীতে অভিযানে গ্রেফতার ৪৬

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খয়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ২০ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।