সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে অস্ত্র ও গুলিসহ আটক আইনুল হক (৩৫) ও ফারুক হোসেন (২২) – সোনার দেশ
নগরীতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল সোমবার দুপুরে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা মোড়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে ফারুক হোসেন (২২) ও একই উপজেলার দীর্ঘা গ্রামের আফসার আলীর ছেলে আইনুল হক (৩৫)। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে এপিবিএন।
সংস্থাটির বগুড়া অপস অ্যান্ড ইন্টালিজেন্স সেলস ৪ এর উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস নামে একটি (বগুড়া ব-৬০২৮) যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ফারুক হোসেনের কোমরে থাকা পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর তার সহযোগী হিসেবে পাশের সিটে বসে থাকা আইনুল হককেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।