সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ২ জন ও কাশিয়াডাঙ্গা থানা ২ জনকে আটক করে। এরমধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ মো. অমিদ আলী (২৩)কে ৫০ বোতল ফেন্সিডিলসহ, মো. রাকিব (২৬)কে ১১.৫ গ্রাম হেরোইন সহ, চন্দ্রিমা থানা পুলিশ মো. শরিফুল ইসলাম লিটন(৩৩)কে ৪ গ্রাম হেরোইন সহ, মো. নুরুল বাশার(৫০)কে ৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ, মতিহার থানা পুলিশ মো. সিরাজুল ইসলাম সিরাজ(২০)কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ, কাটাখালী থানা পুলিশ মো. জাহিদুল ইসলাম(৩৯)কে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ, বেলপুকুর থানা পুলিশ মো. উজ্জল হোসেন(৩৩)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এবং পবা থানা পুলিশ মো. আলমগীর হোসেন আলম(৩৮)কে ১৫০ বোতল দেশীয় তৈরি অ্যালকোহল সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।