সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (২২ জুলাই) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, মতিহার থানা ৩ জন ও কাটাখালী থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ গ্রেফতার করা হয়েছে। মতিহার থানা পুলিশ মো. রাসেল হোসেন(২৪)কে ১০০ বোতল ফেন্সিডিলসহ, মো. সেন্টু (৩০)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।