নগরীতে আদিবাসী পরিষদের তিন দশকপূর্তি উদযাপন

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


লড়াই, সংগ্রাম ও ঐতিহ্যর তিন দশকপূর্তি উদযাপন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‌্যালি নগরীর গণকপাড়া মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় জয়বাংলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবাদিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি জানিয়েছে কেন্দ্রীয় কমিটির নেতারা।

সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অনিল মারান্ডির সহধর্মিণী আগস্তিনা মুরমু। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বাবুল রবিদাস। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, দেবাশিষ প্রামানিক দেবু, প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস, প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলার আহ্বায়ক আমীন টুডু, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রাম প্রসাদ মাহাতো, নাটোর জেলার আহ্বায়ক নরেশ চন্দ্র উরাও, চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক বীরেন বাক্সেসহ অন্য জেলার নেতৃবৃন্দ। সমাবেশে সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনের ৫২ বছর পেরিয়ে যাচ্ছে; তবু আদিবাসীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাংবিধানিক স্বীকৃতিটুকু জুটেনি; বরং দিনে-দিনে জমি হারিয়ে তারা ভূমিহীনে পরিণত হচ্ছে। ক্ষমতাসীন সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনসহ জীবনমান উন্নয়ন, জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়নের তেমন উদ্যোগ নেয়া হয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর!

সমাবেশ থেকে আদিবাসী পরিষদের নেতারা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ; সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের কাছে নানা দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ