নগরীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার রাজশাহী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রাজশাহী টিটিসি রাজশাহী এবং রাজশাহী মহিলা টিটিসি’র যৌথ উদ্যোগে এবং জনতা ব্যাংক লি, ব্র্যাক, এসিডি ও সচেতন রাজশাহীর সহযোগিতায় এ দিবস পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (টিটিসি চত্ত্বর) সপুরা থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর বিজিবি গেট হয়ে শাহ্মাখদুম থানার মোড় হয়ে টিটিসি ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, পারভেজ রায়হান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহা. আব্দুল হান্নান, রাজশাহী জনতা ব্যাংক লি: এর মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান, রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ. মাহবুবুর রশীদ তালুকদার, রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক প্রমুখ।
র‌্যালীতে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও প্রতিনিধিসহ সম্ভাব্য অভিবাসীরাও অংশ নেয়। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহা: আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জনতা ব্যাংক লি: এর মহাব্যবস্থাপক মোখলেসুর রহমান, রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ: মাহবুবুর রশীদ তালুকদার, রাজশাহী মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাজমুল হক। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন, রাজশাহীর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক নিলুফা রহমান লোপা, এসিডির প্রকল্প সমন্বয়কারী রায়হানুল ইসলাম, সচেতনের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ-উন-নবী এবং অভিবাসীকর্মী।
বক্তারা সম্ভাব্য অভিবাসীদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গড়ে তোলবার বিষয়ে গুরুত্বরোপ করেন। এছাড়া নিরাপদ অভিবাসনের প্রক্রিয়াগুলো ও সরকারী নীতিমালা অনুসরণ করে বৈধভাবে বিদেশ যাওয়ার বিষয়সমূহ উপস্থাপন করেন। যার মাধ্যমে সত্যিকার অর্থেই সকলের স্বপ্নগুলো পূরণ হবে। পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এক্ষেত্রে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে উল্লেখ করা হয়।
আলোচনা শেষে অতিথিবৃন্দ শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং প্রবাসে অবস্থানরত কর্মীদের মেধাবী সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি প্রদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে এসিডি’র আয়োজনে এ উপলক্ষে গম্ভীরা পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরীপ অফিসার খুরশীদা খানম ও মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল টিচার শামীমা ডেইজী।

এ বিভাগের অন্যান্য সংবাদ