রাজশাহীতে পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে আদালত থেকে জামিন পেয়েছেন পাঁচ এইচএসসি পরীক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহীর বিভিন্ন থানায় হওয়া মামলায় ওই শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন। শনিবার (৩ জুলাই) দুপুরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীর জামিন হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে। তারা হলেন আহনাফ আকিব অরণ্য, রাব্বি ও রাকিবুর রহমান। তাদের মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানার মামলার আসামি। আর রাকিবুর রহমানের মামলা নগরীর বোয়ালিয়া থানার। শনিবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।

এদিকে রাজশাহী জেলা আদালতের পরিদর্শক আমান উল্লাহ বলেন, জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।

এ দুই শিক্ষার্থী হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী। আদালতে জামিনের আদেশ হওয়ার পর স্বজনেরা এই শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আটক ব্যক্তিদের মধ্যে কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকলে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার তাঁদের আইনি সহায়তা দেবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version