নগরীতে আবারো দুর্বৃত্তদের হামলায় চিকিৎসক আহত

আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


নগরীর তালাইমারি মোড়ে আবারো এক চিকিৎসকের ওপর হামলা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত ১১:৩০ মিনিটে ডা. রাজুর চেম্বারে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ডা. রাজু আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ডা. উম্মে কাউসার জাহান।

ডা. উম্মে জাহান জানান, তার স্বামী ডা. রাজু কাজ শেষে ক্লিনিক থেকে বের হওয়ার প্রস্তুতিকালে কয়েকজন দুর্বৃত্ত ডা. রাজুর চেম্বারে প্রবেশ করে তাকে লঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট করে। চেম্বারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। হামলায় ডা. রাজু মাথা এবং কোমরে আঘাত পান।

জানা গেছে, ডা. রাজু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মেয়েকে যৌন হয়রানির অভিযোগ আছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ডা. রাজুর ওপর হামলা হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে হামলা হয়েছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) রাতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ এবং পল্লী চিকিৎসক এরশাদ আলী দুলাল দুর্বৃত্তদের হামলায় নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ