মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে চাঁদাবাজদের ধাওয়া খেয়ে একটি আম বোঝাই ট্রাক রাস্তার মাঝখানে আইল্যান্ডের উঠে পড়ে। গত বুধবার দিবাগত মধ্যরাতে তালাইমারী এলাকায় রাস্তায় এ ঘটনা ঘটে। রাতের এ ঘটনায় অল্পের জন্য ট্রাকচালকের প্রাণ বেঁচে যায়। তবে ট্রাকে থাকা আমগুলো রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আমগুলো উদ্ধারের ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে দুইটার দিকে একটি আম বোঝাই ট্রাক নগরীর তালাইমারী এলাকায় রাস্তার আইল্যান্ডের উপরে উঠে পড়ে। এতে ট্রাক উল্টে আমের ক্যারেটগুলো রাস্তার ওপরে পড়ে যায়। এরপর স্থানীয় ও পুলিশের সহায়তায় আমের ক্যারেটগুলো উদ্ধার করা হয়।
এঘটনায় ট্রাক চালক সোহেল রানা জানান, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট থেকে আম নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। ট্রাকটি রাত পৌনে দুইটার দিকে নগরীর তালাইমারী এলাকায় পৌঁছামাত্র সেখানে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা ট্রাক শ্রমিক পরিচয়ধারী কয়েকজন লোক চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করে দ্রুত ট্রাকটি নিয়ে চলে যেতে থাকেন। কিন্তু লাঠি হাতে নিয়ে ওই শ্রমিকরা ট্রাকটিকে ধাওয়া দেয়। এসময় পালাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাক চালক সোহেল রানা। এসময় ট্রাকটি রাস্তার আইল্যান্ডের ওপরে উঠে যায়।
এবিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, চাঁদাবাজদের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে যাওয়ার বিষয়টি জানা নেই। তবে চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলো। এ কারণেই ট্রাকটি উল্টে গেছে। অল্পের জন্য ট্রাক চালক প্রাণে বেঁচে যায়। ট্রাকটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।