শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট (আরপিআই) এলামনাই এসোসিয়েশনের সদস্যকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) বেলা ১২টায় নগরীর একটি হোটেলে আরপিআই এর এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এই দোয়া ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে আশরাফুল ইসলাম শাহ নামের এই কর্মকর্তা রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগে ২য় শিফটে চাকুরী করতেন। তিনি ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক মাহমুদ হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা খাইরুল ইসলাম।
রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের সদস্য সচিব রেজাউল হুদা কোকোর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অর্থ সচিব আশফাকুল বারী দিপু, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমদ, সারোয়ার-ই-জাহান, ময়েজ উদ্দিন, দুরুল হুদা, আসলাম আরিফুল ইসলাম, সারোয়ার মিম, খাজা তারেক, আবু হেনা প্রমুখ।