নগরীতে আলোচনা সভা ও আখেরি মোনাজাতে শেষ হলো ২৫ তম ওরশ শরীফ

আপডেট: আগস্ট ২, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


হযরত শাহ্ মোহাম্মদ মাওলা বকস শাহ মখদুমী আল সাবেরী (রহ.) এঁর ২৫ তম পবিত্র ওরশ শরীফের আলোচনা সভা ও আখেরি মোনজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুই দিনব্যাপী এই ওরশে পবিত্র কোরান খানি, গেলাফপোষী, ফাতেহাপাঠ, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবারক বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাদ মাগরিব আলোচনা সভা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন ফকির মামুন-অর-রশিদ। বৃষ্টি-বাদল উপেক্ষা করেও দলে দলে ভক্তরা মাওলা বাবার পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. রজব আলী।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক’র ১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. রজব আলী বলেন, পৃথিবীতে আত্মত্যাগী মহৎ মানুষেরাই যুগে যুগে মানব সমাজকে শান্তির পথে-আলোর পথে-সত্যের পথে অগ্রসর করে গেছেন। আল্লাহর বন্ধু ওলি আউলিয়ারা তাঁর উৎকৃষ্ট উদাহরণ। এরাই প্রকৃত লোকশিক্ষক। আমার সৌভাগ্য যে, মাওলা বকস (রহ.) পবিত্র ওরশে আমি সহ অনেক মানুষ অংশগ্রহণ করতে পেরেছি।

হযরত শাহ্ ওলি আহম্মদ (র.) মাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সূফি ফাউন্ডেশনের সভাপতি গোলাম আম্বিয়া, রহিমপুর চিশতিয়া দরবার শরীফ, জারজিস আলী সুরেশ্বরী, শিল্পী সাহিদুল হক সেলিম। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হযরত শাহ্ ওলি আহম্মদ (র.) মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ