সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে রাজশাহী নগরীতে দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন পিএ ১, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসে দিনব্যাপি এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) কাশিয়াডাঙ্গা নগর মাতৃসদন কেন্দ্রে এই ক্যাম্পের আয়োজন করা হয়। আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নগন মাতৃসদন কেন্দ্রে চলা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে মোট ২১ জন সাধারণ রোগের ও প্যাথলজিক্যাল সেবা গ্রহণ করেন। ব্লাড গ্রুপিং করেন ৫৪ জন এবং ডায়াবেটিস পরীক্ষা করেন ৫৫ জন। বিনামূল্যে রোগীদের ওষুধও দেওয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার ডা. সুরাইয়া পারভীন ও ফ্যামিলি প্লানিং কো-অরডিনেটর ডা. জারিন সুবাহ সামিরা।
ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত এবং রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়-এর আওতায় একটি নগর মাতৃসদন ও পাঁচটি নগর স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে রাজশাহী নগরীর ১০টি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।