নগরীতে আয়কর মেলার উদ্বোধন

আপডেট: নভেম্বর ১, ২০১৬, ১১:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
নগরীতে ৭ দিনব্যাপি জাতীয় আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ শ্লোগান নিয়ে এ আয়কর মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিন, উপ কর কমিশনার সদর দফতর প্রশাসন আব্দুল মালেক এবং উপ কর কমিশনার মোশাররফ হোসেন (প্রায়োগিক) কর অঞ্চল রাজশাহী।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ১৭ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। এ মেলায় করদাতাদের জন্য টিআইএন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনের সুবিধা, আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, ব্যাংকের অস্থায়ী বুথে আয়করের টাকা জমাদানের সুবিধা, নতুন করদাতাদের ক্ষেত্রে টিআইএন সনদ প্রাপ্তির সুবিধা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত পরামর্শ কেন্দ্র, নারী ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শ কেন্দ্র থাকবে। এবছর (২০১৬-১৭) আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ৫৪০ কোটি টাকা। রাজশাহী কর অঞ্চলের আওতার মধ্যে ৫টি জেলা রয়েছে। এরমধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ।

এ বিভাগের অন্যান্য সংবাদ