নগরীতে ইউসিসি’র জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শো কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪ শো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউসিসি কোচিং সেন্টার।
শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে ইউসিসি’র রাজশাহী শাখার আয়োজনে ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সাবেক) সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউসিসি’র ম্যানেজিং ডাইরেক্টর মো. শফিকুল ইসলাম সুজন।

এসময় ইউসিসি’র রাজশাহী শাখার পরিচালক (একাডেমি) মাহতাব দিপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সায়েরা কাউসারী রাচি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস, এফএনবি’র পরিচালক (এফএবি) ডা. ফাহাদ ইবনে মাহফুজ, কনক ম্যাথ’র পরিচালক কাউছার হোসেন কনক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ