বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
১২ রবিউল আউয়াল, পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরীতে মা আমিনার কোল আলো করে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। পরে ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।
দিনটি উপলক্ষে নগরীর মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া নফল রোজা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
বুধবার (২০ অক্টোবর) নগরীর শিরোইল কলোনী যুব সংঘের উদ্যোগে বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, মুফতি মাওলানা মো. মঈনুল ইসলাম আশরাফি। আরো বক্তব্য দেন, মাওলানা মো. হানিফ মুজাদ্দেদি, মোহাম্মদ মুরাদ কাদেরী। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ. আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা নান্নু কাজী প্রমুখ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিমলা নূর জামে মসজিদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত মঙ্গলবার নগরীর সিমলা নূর জামে মসজিদের উদ্যোগে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহ্ফিল পরিচালনা করেন ওলিয়ে কামেল খলিফা আলহাজ্ব ডাক্তার নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উল্লাপাড়া আল-মোজাদ্দেদী। নুর জামে মসজিদের সভাপতি জুলফিকার আলী,সেক্রেটারি মাহবুর হক। ফটো সাংবাদিক সোহরাব হোসেন ও দৈনিক সোনার পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলাম তোতা তোলাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপিস্থিত ছিলেন।