নগরীতে ইনডোর প্রিমিয়ার ক্রিকেট লিগের খবর

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ৪ দিনব্যাপী নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য ক্লেমন ইনডোর প্রিমিয়ার ক্রিকেট লিগ রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে নির্ধারিত ৮ ওভারের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিদ্বন্দ্বীতা করে ক্লেমন হায়েনা বনাম ক্লেমন টাইগার্স। ক্লেমন টাইগার্স টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত ৮ ওভারে ০৭ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে ক্লেমন হায়েনা ৮ ওভারে ১১৫ রান সংগ্রহ করে এবং ৫ উইকেটে জয়লাভ করে। ২য় খেলায় ক্লেমন হান্টার্স ক্লেমন বুলস কে ১০ উইকেটে পরাজিত করে স্কোর ক্লেমন বুলস্ ৪৪/১০ ৭.৩ ওভারে ক্লেমন হান্টার্স ১.২ ওভারে ৪৪/০। ৩য় খেলায় ক্লেমন রেঞ্জারর্স ক্লেমন থান্ডার্সকে ৪ উইকেটে পরাজিত করে স্কোর: ক্লেমন থান্ডার্স ৮৩/৮ ক্লেমন রেঞ্জার্স ৮৯/৬ ৭.৪ ওভারে। ৪র্থ খেলায় ক্লেমন কিংস ক্লেমন ড্রাগনস ২ উইকেটে ক্লেমন ওয়ারিওর্সের বিরুদ্ধে জয়লাভ করে স্কোর: ক্লেমন ওয়ারিওর্স ৬৬/১০ ৬.১ওভার এবং ক্লেমন ড্রাগনস ৬৭/৮ ৭.৫ ওভঅর। ৫ম খেলায় ক্লেমন টাইগার্স ১০৬ রানে ক্লেমন লায়ন্সের বিরুদ্ধে জয়লাভ করে স্কোর:ক্লেমন টাইগার্স ১৬০/৭ ক্লেমন লায়ন্স ৫.৫ ওভারে ৫৪/১০। ৬ষ্ঠ খেলায় ৫ উইকেটে ক্লেমন ফাইটাসর্ ৩৮ রানে জয়লাভ করে ক্লেমন বুলস্রে বিরুদ্ধে স্কোর ক্লেমন ফাইটার্স ১৮৫/৬ ক্লেমন বুলস্ ১৪৭/৯।৭ম ম্যাচে ক্লেমন থান্ডার্স ১০ রানে ক্লেমন শার্ককে পরাজিত করে স্কোর:ক্লেমন থান্ডার্স ১২৭/২ ক্লেমন শার্কস ১১৭/৫। ৮ম ম্যাচে ক্লেমন ওয়ারির্স ২৫ রানে পরাজিত করে ক্লেমন কিংসকে পরাজিত করে স্কোর:ক্লেমন ওয়ারিওর্স ১৪৩/৬ ক্লেমন কিংস ১১৮/৫।