বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে ইন্দো-বাংলা ফেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (সিনিয়র সচিব) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী জেলা শামীম আহমেদ, রাজশাহীতে নিযুক্ত ইন্ডিয়ান সহকারী হাই-কমিশনার মনোজ কুমার, বেঙ্গল টেনিস এসোসিয়েশন শুনি সেক্রেটারী সুদর্শন ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক জিএসএম জাফরুল্লাহ, এনডিসি।
রাজশাহী অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিক্স কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলুসহ অন্যরাও উপস্থিত ছিলেন।