নগরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী এর সভাপতিত্বে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে নগরীর পদ্মা ফুড অ্যান্ড রেস্টেুরেন্টে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, গত ১৬ বছর যাবত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার দুর্নীতির মাধ্যমে অন্যায় অবিচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।

তিনি আরো বলেন, জুলাই গণহত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং এই হত্যাকাণ্ডে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করাসহ দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ছাত্র-জনতার এক সাগর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা ‘আমরা পেয়েছি তা কোনভাবেই ভুলষ্ঠিত হতে দেয়া হবে না। আগামীতে আর কোন স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলগুলোতে গুণগত পরিবর্তন আনতে হবে। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে নেতা-কর্মীদের মাঠে ময়দানে কাজ করার আহবান রেখে তিনি বক্তব্য শেষ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় সভাপতি মুফতি আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর মেটারিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মির্জা হুমায়ুন কবীর (রুবেল), জাতীয় শিক্ষক ফোরাম, রাজশাহী জেলা সভাপতি মুফতি ইয়াকুব আলী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, রাজশাহী জেলা সভাপতি মাওলানা আহমাদুল্লাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাম্মাদ হাসিবুর রহমান, মহানগর সভাপতি হাফেজ তোফাজ্জল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, মহানগর সভাপতি মোঃ আজিজুল হকসহ জেলা, নগর ও থানা নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ